ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবি

ঢাকা: টাঙ্গাইল ও ঢাকার মধ্যে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে ঢাকাস্থ টাঙ্গাইল জেলা যুব সমিতি।
 
 

শনিবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিশিষ্টজনরা অংশ নেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ঢাকা।

রাজধানীকে বাঁচাতে প্রয়োজন আশেপাশের জেলাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা।  
 
ঢাকা ও টাঙ্গাইলে মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হলে ঢাকার ওপর চাপ কমবে এবং টাঙ্গাইলের মানুষও উপকৃত হবেন।  
 
সড়কপথে ঢাকার সঙ্গে যুক্ত হওয়ায় বেশি যানবাহনের চাপে টাঙ্গাইল দুর্ঘটনার জনপদে পরিণত হয়েছে জানিয়ে তারা বলেন, ট্রেন চলাচল শুরু হলে দুর্ঘটনারোধের পাশাপাশি সড়কপথের চাপও কমে আসবে।  
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।