ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিযবুত তাহরীরে জড়িত সন্দেহে ঢাবি শিক্ষার্থী আটক

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
হিযবুত তাহরীরে জড়িত সন্দেহে ঢাবি শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরে সঙ্গে জড়িত সন্দেহে রাইহানুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

রাইহানুল ঢাবির মার্কেটিং বিভাগের এমবিএ ফাইনাল বর্ষের ছাত্র এবং শরীয়তপুর জেলার বাসিন্দা।

শনিবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

প্রক্টর বাংলানিউজকে বলেন, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে হিযবুত তাহরীরের পোস্টার বিলির অভিযোগ রয়েছে। তার সচিত্র প্রতিবেদন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়।

তাকে শাহবাগ থানা থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসকেবি/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।