ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মে ২০, ২০১৭
কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ২৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ মে) বেলা ১২টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংগঠন ৯৫’ এসব শিক্ষা উপকরণ বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিমল চন্দ্র, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংগঠন ৯৫’র সভাপতি ইমরান আলী মোল্লা তাপস, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহেল, সহ সভাপতি মো. করিম, উপদেষ্টা মো. আদনান, মো. জাহিবুল, শামিম আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল তালুকদার, নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।

‘সংগঠন ৯৫’র সভাপতি ইমরান আলী মোল্লা তাপস বাংলানিউজকে বলেন, আমরা আগেও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছি। আমাদের ইচ্ছা আছে আগামীতে গরীব শিক্ষার্থীদের ইউনিফর্ম কিনে দেবো।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।