ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীর দেয়ালে চিত্রকর্ম প্রদর্শনের ব্যবস্থা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
রাজধানীর দেয়ালে চিত্রকর্ম প্রদর্শনের ব্যবস্থা হবে বক্তব্য দিচ্ছেন-মেয়র আ‌নিসুল হক- ছবি: কাশেম হারুন

ঢাকা: আগামী ৬ মাসের মধ্যে ঢাকার পাঁচ থেকে ছয়টি স্থানের দেয়ালে বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আ‌নিসুল হক।

শ‌নিবার (২০ মে) দুপুরে শিল্পকলা একাডে‌মি‌র চিত্রশালায় ‘শিল্পের চোখে সবুজ ঢাকা আর্ট ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।

তিনশ’ শিল্পীর অংশগ্রহণে মানুষকে গাছের প্রতি আগ্রহী ও সচেতন করে তুলতে এ ক্যাম্পেইনের আয়োজন করে ডিএনসিসি।

মেয়র ‌চিত্রশালায় শি‌ল্পীদের আঁকা বি‌ভিন্ন চিত্র ঘুরে দেখেন‌চিত্রকর্মগুলো বি‌ভিন্ন করপোরেট অ‌ফিসে গাছের চারার বি‌নিময়ে হস্তান্তর করে সবুজায়ন করা হবে।

এসময় মেয়র ‌চিত্রশালায় শি‌ল্পীদের আঁকা বি‌ভিন্ন চিত্র ঘুরে দেখেন। সবুজ ঢাকা গড়তে শি‌ল্পীদের আঁকা ছ‌বির বাস্তব রুপ দিতে চান মেয়র।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিত্র‌শিল্পী গুলশান আরা বেগম ও অলোকেশ দাসসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়:১৪৫৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসএ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।