ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ষিতাদের ছবি ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, মে ২০, ২০১৭
ধর্ষিতাদের ছবি ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: রাজধানীর বনানীতে ধর্ষণের স্বীকার দুই তরুণীর ছবি ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

শনিবার (২০ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ধর্ষিতাদের ছবি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে আব্দুল বাতেন বলেন, আদালত থেকে দুই তরুণীকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে।

দুই ছাত্রীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে, তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম বিভাগকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, বনানীর ধর্ষণ মামলায় দুইজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সাফাতের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী রহমতকে আদালতে হাজির করা হবে।

আরেক প্রধান আসামি নাঈম আশরাফের রিমান্ড চলছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি পরিষ্কার হয়েছি। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ