[x]
[x]
ঢাকা, শুক্রবার, ১০ অগ্রহায়ণ ১৪২৪, ২৪ নভেম্বর ২০১৭

bangla news

লোডশেডিং আড্ডায় শিয়ালের ডাক!

মো. সিরাজুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-২০ ৪:৩২:৪৮ এএম
লোডশেডিং আড্ডায় শিয়ালের ডাক/ছবি: মানজারুল ইসলাম

লোডশেডিং আড্ডায় শিয়ালের ডাক/ছবি: মানজারুল ইসলাম

মেহেরপুর ভৈরব নদের পাড় থেকে: দুঃসহ গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিসহ যন্ত্রণায় পড়ে তারা সবাই এসেছেন গোভিপুর ব্রিজের উপর। ব্রিজের রেলিংয়ে ও ওয়াকওয়ের উপর আয়েশি ভঙ্গিতে বসে জমজমাট আড্ডায় মেতেছেন প্রায় শতাধিক মানুষ। রাতের আঁধারে তাদের আড্ডায় কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে শিয়ালের হাঁকডাক!

শুক্রবার (১৯ মে) রাত দশটায় মেহেরপুরের ভৈরব নদের উপর দাঁড়িয়ে থাকা গোভিপুর ব্রিজে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। স্থানীয়রা এ আড্ডাকে ‘লোডশেডিং আড্ডা’ আখ্যা দিয়েছেন।

গোভিপুরের বাসিন্দা জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর প্রতিদিনই লোডশেডিং হয়, এ কারণে অসহনীয় গরমে স্বস্তির বাতাস গায়ে লাগাতে শেখপাড়া, থানাপাড়া, টেংরাপাড়া, কাজিপাড়া, খাঁ-পাড়াসহ মেহেরপুর শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসেন। এখানে এলে নদের পাড়ে শিয়ালের হাঁকডাক শোনা যায়।

তিনি জানান, এ আড্ডাকে লোডশেডিং আড্ডা নামে সবাই বলে থাকেন।
আড্ডাবাজদের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা ব্রিজের উপরে ফুরফুরে বাতাসে ফেসবুক চালান।

একদল তরুণ নিয়ে আড্ডা দিতে আসা মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম (লিজন) বাংলানিউজকে বলেন, মূলত একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসা। বিশেষ করে লোডশেডিং হলে এখানে আড্ডাটা বেশি জমে যায়, যা মাঝেমধ্যে মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদশে সময়: ০৪২০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa