ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ট্রলির ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
নাটোরে ট্রলির ধাক্কায় যুবক নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাটি বোঝাই ট্রলির ধাক্কায় আলম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলম উপজেলার পাটুল পশ্চিমপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ৮ টার দিকে উপজেলার পাটুল বাজারে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় আহত হন তিনি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, রাত আনুমানিক ৮ টার সময় আলম পাটুল বাজারের শামিমের কম্পিউটারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আলম নামের ওই যুবক। এ সময় হালতিবিল থেকে উঠে আসা মাটি বোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আলম।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার (২০ মে) সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad