[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪২৫, ১৯ এপ্রিল ২০১৮

bangla news

মাধবপুরে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-২০ ১২:৪৯:০২ এএম
ভারতীয় মদ (ফাইল ছবি)

ভারতীয় মদ (ফাইল ছবি)

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৯ মে) রাতে উপজেলার জয়নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল জয়নগর গ্রামে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন নায়েব সুবেদার কামাল। এ সময় অভিযান চালিয়ে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবির অভিযানের টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০৪৬  ঘণ্টা,  মে ২০, ২০১৭
এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa