ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় নেমে রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
পদ্মায় নেমে রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ পদ্মায় উদ্ধারকর্মীরা (ফাইল ফটো)

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে মিনহাজুল ইসলাম অনি (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৯ মে) বিকেল ৫টার দিকে তিনি নিখোঁজ হন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পদ্মা গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

অনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

তিনি বিএনসিসি’র সদস্য ছিলেন এবং সাঁতারও জানতো বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. হবিবুর রহমান।

অনি’র বন্ধু সবুজের বরাত দিয়ে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খান বাংলানিউজকে বলেন, বিকেলে তারা তিন বন্ধু মিলে চর পার হয়ে পদ্মা নদীতে যান। অতিরিক্ত গরম থাকায় তারা পদ্মা নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে ঝড় উঠলে তারা গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় তাদের চিৎকার শুনে পাশে থাকা একটি নৌকা গিয়ে সবুজ ও হাদিকে উদ্ধার করতে পারলেও অনি ডুবে যায়।

পরে খবর পেয়ে সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সেখানে গিয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিটকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট সিরাজগঞ্জে উদ্ধার কাজে যাওয়ায় রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়নি।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, টিম ফিরছে। তারা রাস্তায় রয়েছেন। রাজশাহী পৌঁছালে রাতেই তারা পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।