[x]
[x]
ঢাকা, রবিবার, ৯ বৈশাখ ১৪২৫, ২২ এপ্রিল ২০১৮

bangla news

টঙ্গী রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৯:৫৪:০০ পিএম
ছবি:প্রতীকী

ছবি:প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটর্ফম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গী রেলস্টেশনের ২ নম্বর প্লাটর্ফমে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ওই ব্যক্তির পরনে সাদা চেক লুঙ্গি রয়েছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাধর্ক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত ব্যক্তি স্টেশন এলাকায় ভিক্ষা করতেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএস/জিপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa