[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৭ বৈশাখ ১৪২৫, ২০ এপ্রিল ২০১৮

bangla news

আজিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৯:৪০:১৬ পিএম
আজিমপুর বয়েজ ক্লাবের লোগো

আজিমপুর বয়েজ ক্লাবের লোগো

ঢাকা: আজিমপুর বয়েজ ক্লাবের উদ্যোগে রাজধানীর ওই এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হবে শনিবার (২০ মে)।

শুক্রবার (১৯ মে) সংগঠনটির সভাপতি আসিফুর রহমান অভি ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি ও আজিমপুর বয়েজ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চক্ষুসেবাও দেওয়া হবে। এছাড়া বৃক্ষরোপণ কার্যকর, রক্তদান কর্মসূচিও থাকছে। সংগঠনটি বেশ কয়েক বছর ধরে এ ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ইইউডি/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa