[x]
[x]
ঢাকা, শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২৫, ২৫ মে ২০১৮

bangla news

গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৯:২১:৩২ পিএম
সড়ক দুর্ঘটনা (প্রতীকী)

সড়ক দুর্ঘটনা (প্রতীকী)

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাই বসুগাঁও এলাকায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় (২৬) এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার মিরেরবাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম জানান, পূবাই বসুগাঁও এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়ক পার হচ্ছিলেন ওই যুবক।

এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa