[x]
[x]
ঢাকা, শনিবার, ৩ আষাঢ় ১৪২৫, ১৬ জুন ২০১৮

bangla news

গফরগাঁওয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৬:৫৫:৩৮ পিএম
ছবি:প্রতীকী

ছবি:প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) বিকেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার ছিপান গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোমান প্রতিবেশী এক ব্যক্তির স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৫ মে (মঙ্গলবার) রাতে ওই প্রতারক মোবাইলে বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে রাতভর ধর্ষণ করে। পরে কৌশলে ওই প্রতারক যুবক বাসা থেকে সটকে পড়ে। এরপর রোমানের মা মেয়েটিকে মারপিট করে ঘর থেকে বের করে দেয়ার চেষ্টা করে।

এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে শুক্রবার বিকেলে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বলে জানান ওসি মাহবুবুল।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa