[x]
[x]
ঢাকা, শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২৫, ২৫ মে ২০১৮

bangla news

ময়মনসিংহের শাহান হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৬:১৬:৫১ পিএম
গ্রেফতারকৃত মামুন মিয়া

গ্রেফতারকৃত মামুন মিয়া

ময়মনসিংহ : ময়মনসিংহ জুটমিলের শ্রমিক শেখ জাহান (২০) হত্যা মামলার এক নম্বর আসামি মামুন মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (১৯ মে) বিকেলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ০৪ মে রাত পৌনে ১১টার দিকে জুট মিল শ্রমিক শেখ শাহানকে (২০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন মামুন ও তার লোকজন। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই মামুন পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমার নেতৃত্বে ঢাকার কদমতলী শ্যামপুর এলাকা থেকে প্রধান আসামি মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদ জানান, এ হত্যা মামলার বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa