ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরিণাকুণ্ডে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
হরিণাকুণ্ডে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ হরিণাকুণ্ডে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডের দরুবিন্নি গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহসিন (৪০), আশরাফুল (৪৫), হাসান আলী (২৩), নিয়ামত আলী (৫৫), গোলাম রসুল (৪৫), মোশারফ (৫০), আলমগীর (৩৯), বকুল হোসেন (৩৫), শরিফুল (৪১), খাইরুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর (৩৫), আমিরুল (২৫), তোয়াজ (৫৪), শমসের (৫৬), রমজান আলী (৪০), স্বাধীন (৪২) ও জনি (২৫)।

বাকিদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন বাংলানিউজকে জানান, ওই গ্রামে খাইরুল ইসলাম ও মহন ডাক্তারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad