[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৮ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ১:২৭:২৬ পিএম
সড়ক দুর্ঘটনা (প্রতীকী)

সড়ক দুর্ঘটনা (প্রতীকী)

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলেন ধাক্কায় শাহজালাল (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরো এক আরোহী।

শুক্রবার (১৯ মে) দুপুরে উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কের পাড়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহজালাল পাড়াগাঁও এলাকার মৃত ওহাব আলীর ছেলে।

আহতরা হলেন-মোটরসাইকেল চালক মোরসালিন (২০) ও আরোহী মোজাহিদুল ইসলাম (৩০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে ভুলতা-মুড়াপাড়া সড়কের পাড়াগাঁও এলাকায় শাহজালাল নামে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোরসালিন ও আরোহী মোজাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএ

 

 

 

 

 

 


             

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa