ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী জেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
দিনাজপুরে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী জেলে

দিনাজপুর: নাশকতা ও বিস্ফোরণের অভিযোগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ১১ জামায়াত-শিবির নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আয়েজ উদ্দিন এ আদেশ দেন।

এর আগে আদালতে নবাবগঞ্জ উপজেলার ১১ জন জামায়াত-শিবির নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

জামায়াত-শিবির নেতাকর্মীরা হচ্ছেন এরফান আলী (৩৫), হাবিবুর রহমান (৪০), মকবুল হোসেন (৪৫), মোতাহার হোসেন (৩০), জালালউদ্দীন (৪৮), মেহেদী হাসান (২৪), বুলু মিয়া (৩০), রেজাউল করিম (২৮), লুৎফর রহমান (৩৮), পলাশ মিয়া (২৪) ও হামজা হাবিব (৪০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যায় নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে ঢাকাগামী একটি পেঁয়াজবোঝাই ট্রাকে পেট্রোল বোমা দিয়ে অগ্নিসংযোগ করলে ট্রাক ও পেঁয়াজ পুড়ে ক্ষতি সাধন হয়। ট্রাক চালক শহিদুল ইসলাম ও হেল্পার আব্দুর রাজ্জাক আহত হন।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad