ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৮ বছরের ব্যবধানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
৮ বছরের ব্যবধানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ মেধাবী শিক্ষার্থীদের সম্মননা পুরস্কার দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

নবাবগঞ্জ: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম (এমপি) বলেছেন, ‘আট বছর আগে বাংলাদেশ দরিদ দেশ হিসেবে পরিচিত ছিল। শেখ হাসিনার নেতৃত্বে ও তার প্রচেষ্টায় আট বছরের ব্যবধানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে’।

বৃহস্পতিবর (১৮ মে) বিকেলে নবাবগঞ্জ উপজেলা সদর শহীদ মিনার প্রাঙ্গণে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ আয়োজিত ঢাকা জেলা পরিষদের নব নির্বাচিত  সভাপতি মাহবুবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগুচ্ছেন তখন জামায়াত নেতারা বিভিন্ন ধরনের কটূক্তি করেছিলেন।



তিনি দেশের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যত, সবাই শেখ হাসিনার মতো দেশ পরিচালনা করবে প্রধানমন্ত্রী হবে’।  

উন্নয়ন অব্যাহত থাকলে খুব শিগগিরই বাংলাদেশ ধনী দেশে পরিণত হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মালয়েশিয়া-সিঙ্গাপুরের মতো। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পরে প্রতিমন্ত্রী নবাবগঞ্জের বিভিন্ন স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ১২১ জন মেধাবী ছাত্রীদের মধ্যে সম্ম‍াননা পুরস্কার দেন।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এস, এম সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্র জামান তরুণ।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ওয়াহিদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।