ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
নওগাঁয় ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নওগাঁয় ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় জিসি-বাঁকরইল আরএইচডি ভায়া মাধাইনগর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এলজিইডি নওগাঁর বাস্তবায়নে নির্মিত সড়কে ব্যয় হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৮ হাজার ২৪৭ টাকা।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইপ শহীদুজ্জামান এ কাজের উদ্বোধন করেন।  

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরীর সভাপতিত্বে মহেশপুর মাঠে এক জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু ও উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী নুরল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।