ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
মঠবাড়িয়ায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিনকে (২৫) চাঁদাবাজির অভিযোগ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলাউদ্দিন সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব জানান, স্থানীয় জয়নাল ও সৌদি প্রবাসী শহিদুলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শহিদুলের পক্ষ হয়ে আলাউদ্দিন জয়নালের কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় আলাউদ্দিনকে দাবিকৃত টাকার ১৫ হাজার টাকা দেন জয়নাল।

পরেরদিন বাকি টাকা দিতে না পারায় জয়নালকে মারধর করেন আলাউদ্দিন। ওইদিনই মঠবাড়িয়া থানায় আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে বুখাইতলা বান্ধবপাড়া থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।    

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।