ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে শিক্ষার গুনগত মান অর্জনে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলার নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী প্রোগ্রামার শারমিন আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা খানম, একাডেমিক সুপারভাইজার আছিয়া আক্তার, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মালেক, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর  রাজ্জাক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।