ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালিয়াজুরীতে রিকশায় প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
খালিয়াজুরীতে রিকশায় প্রধানমন্ত্রী রিকশায় চড়লেন শেখ হাসিনা

নেত্রকোনা: ‘‘আমি শাসক না, জনগণের সেবক। সেবক হিসেবে এই বাংলাদেশ পরিচালনা করবো। আমার পিতা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, আমি মনে করি জনগণের সেবা আমার কর্তব্য।’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে উঠে এসেছে তিনি জনগণের। জনগণের কল্যাণেই তার রাজনীতি।

তাই তো গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি চড়লেন রিকশায়। ঘুরে দেখলেন পাহাড়ি ঢল ও বন্যায় হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা।  

নেত্রকোনার খালিয়াজুরীর ক্ষতিগ্রস্ত মানুষজনের মাঝে ত্রাণ দিতে গিয়ে রিকশায় চড়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে হেলিকপ্টারে করে নেত্রকোনা যান তিনি; এরপর ডাক বাংলো পর্যন্ত যেতে চড়েন তিন চাকার এই বাহনে।
খালিয়াজুরীতে রিকশায় চড়লেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী কিছুদিন আগে কক্সবাজারে মেরিন ড্রাইভ উদ্বোধনে গিয়ে খালি পায়ে নামেন সমুদ্র জলে। কিছু সময় অবস্থান করেন, জলে ভেজান পা। তারও কিছুদিন আগে তিনি গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সফরে ভ্যানে চড়েন।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়লেন রিকশায়। এই ছবিটি ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেওয়া হয়েছে। এতে উঠে এসেছে নানাজনের নানা প্রতিক্রিয়া। চির বাঙালিয়ানা স্বভাবের প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই লিখেছেন গর্বের কথা।

কমেন্টে বিপ্লব নামে একজন লিখেন, মাটির মানুষ বাঙালি জাতির গর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খালিয়াজুরীতে রিকশায় প্রধানমন্ত্রী
মো. সুলতান আহমেদ মোল্লা লিখেন, বাংলার নন্দিত জননেত্রী, তিনি তো বাংলার মাটি ও মানুষের সাথে মিশে থাকবেন।

রায়হান রাকিব ‍‍‍‘গরিবের বাহন রিকশায়’ ওঠায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সেজন্যই হয়ত প্রয়াত কবি ত্রিদিব দস্তিদার শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আপনিই তো বাংলাদেশ’।  

হাওর অঞ্চলগুলোতে আবাসিক স্কুল করে দেবে সরকার

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।