ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

যশোরে ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
যশোরে ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে নিখোঁজ হাতেম মোল্লার স্ত্রী নাসিমা খাতুন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে হাতেম মোল্লা নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  এক সপ্তাহ আগে তাকে তুলে নিয়ে যাওয়া হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার কোনো সন্ধান দিতে পারেনি। এ নিয়ে আতঙ্কে রয়েছেন তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিখোঁজ হাতেম মোল্লার স্ত্রী নাসিমা খাতুন বুলু এমন অভিযোগ করেন। এ সময় হাতেম মোল্লার শিশু পুত্র বুলবুল উপস্থিত ছিলো।

হাতেম মোল্লা যশোরের শার্শা উপজেলার অগ্রভূলট গ্রামের বাসিন্দা।

দ্রুত স্বামীর সন্ধান দাবি করে লিখিত বক্তব্যে নাসিমা খাতুন বলেন, ‘গত ১০ মে বিকেলে হাতেম মোল্লা বাড়িতে থাকা অবস্থায় উপজেলার গোগা বিলপাড়া গ্রামের জিল্লুর রহমান বাড়িতে আসেন। পরে তিনি মোবাইল ফোনে আরও ৫ জনকে ডেকে আনেন। তারা ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে হাতেম মোল্লার হাতে হাতকড়া লাগিয়ে তুলে নিয়ে যায়। পরদিন পরিবারের সদস্যরা যশোর ডিবি অফিসে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে জানানো হয় তারা হাতেম মোল্লাকে আটক করেননি।

পরে তারা ডিবি পুলিশের পরামর্শে শার্শা থানায় যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে জানানো হয়, হাতেম ডিবি পুলিশের কাছে আছেন। সর্বশেষ ১৫ মে তারা আবারও থানায় যান। কিন্তু হাতেম মোল্লার কোনো সন্ধান এখনো পাননি। ’

নাছিমা খাতুন বুলু বলেন, ‘আমরা গরিব মানুষ। নিজেদের থাকার মতো একটি বাড়ি পর্যন্ত নেই। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অনুপস্থিতিতে আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা নানামুখী শঙ্কায় ভুগছি। আমি আমার স্বামীকে দ্রুত ফিরে পেতে চাই। ’

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলানিউজকে বলেন, ‘আমরা হাতেম মোল্লা নামে কাউকে আটক করিনি। এমনকি ঘটনার দিন আমাদের কোনো টিম শার্শায় অভিযানেও যায়নি। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৮ মে ২০১৭
ইউজি/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।