ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাক‍রি জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতির স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
চাক‍রি জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতির স্মারকলিপি

দিনাজপুর: দিনাজপুর জেলা শিক্ষক সমিতির উদ্যোগে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবু আউয়ালের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, জাতীয়করণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেওয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের জন্য আবেদনের সর্বোচ্চ ৬ মাসের মধ্যে তাদের পাওনা পরিশোধ করতে আগামী বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, আসন্ন ঈদে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে অনুদান শব্দের পরিবর্তে বেতন-ভাতাদির সরকারি অংশ সংযুক্ত করণ প্রভৃতি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সামসুল হক, সচিব মো. নেজামুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. জয়নাল আবেদীনসহ জেলার সকল শিক্ষক নেতারা।

পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, সচিব আব্দুল আজিজ, সাংগঠনিক সচিব মো. লিয়াকত আলী, ঘোড়াঘাট শাখার সচিব মো. তোফায়েল, জেলা শাখার সাংগঠনিক সচিব বিনয় বাবু, বীরগঞ্জ শাখার সভাপতি আব্দুল আজিজ, সচিব বিপুল চন্দ্র, বীরগঞ্জের শিক্ষক নেতা মিজানুর রহমান, শাহিন আলম, সদরের আনোয়ার হোসেন, ফসিউল আলম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।