ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আঞ্চলিক পর্যায়ে জাদুঘর হবে: সংস্কৃতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আঞ্চলিক পর্যায়ে জাদুঘর হবে: সংস্কৃতিমন্ত্রী আন্তর্জাতিক জাদুঘর দিবসে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর/ছবি: রানা

ঢাকা: আঞ্চলিক পর্যায়ে জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় জাদুঘরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আসতে বাস সার্ভিস চালু করা হবে বলেও জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সপ্তাহব্যাপী আয়োজনে বিশেষ প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, একটি দেশের প্রজন্ম যখন বিপথগামী হয়ে যাচ্ছে, তখন সংস্কৃতি চর্চার বড় প্রয়োজন।

আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারবে। খুঁজে বের করতে সমর্থ হবে। কিন্তু সুস্থ সংস্কৃতি দিয়ে জাতি গঠন করলে ভবিষ্যতে এ সমস্যা আর হবে না।

এজন্য জাদুঘরে শিক্ষার্থীদের আগমন বাড়াতে জাদুঘরের নিজস্ব বাস সেবা চালু হবে বলে জানান মন্ত্রী। অতীতেও এমন বাস সার্ভিস চালু ছিলো।

অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী জানান, নতুন দু’টি গ্যালারি যুক্ত হচ্ছে জাতীয় জাদুঘরে। এছাড়া জাদুঘর দিসব উপলক্ষে সপ্তাহব্যাপী বেশ কয়েকটি সেমিনার, ওয়ার্কশপ, সংগীত সন্ধ্যা, কবিতা আবৃত্তি ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক ড.এনামুল হক, জাতীয় জাদুঘরের বোড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসএ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।