ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালিয়াজুরীতে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
খালিয়াজুরীতে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ খালিয়াজুরীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী কলেজ মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য শেষে তিনি এ ত্রাণ বিতরণ করেন।

এর আগে সকাল ৯টা ৪৯ মিনিটে হেলিকপ্টারে করে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে খালিয়াজুরী পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ডাকবাংলোতে সশস্ত্র সম্মান গ্রহণ শেষে কলেজ মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকার সবসময় কৃষকদের পাশে আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শুধু কৃষক নয় কোনো ব্যক্তি অনাহারে মারা যাবে না।

এসময় সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ত্রাণ বিতরণ শেষে দুপুর ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে খালিয়াজুরী ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad