ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ কালীগঞ্জে হতাহতের স্বজনদের আহাজারি-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বৈশাখী ফিলিং স্টেশনের কাছে  কাছে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম-পরিচয় জানা গেছে।

তারা হলেন-কালীগঞ্জের বালিদাপাড়ার ইব্রাহিম (৫০) ও কালীগঞ্জ মহিলা কলেজ গেট এলাকার আমিনুল ইসলাম (৩০)।

এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, দুপুরে শাপলা পরিবহনের একটি বাস যশোর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথে কালীগঞ্জের বৈশাখী ফিলিং স্টেশনের কাছে এলে বাসটি রাস্তার পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে বাসের কিছু অংশ  দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ২৩ জন আহত হন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে ওই তিনজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।