ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে আহমদ হত্যাচেষ্টা মামলার এক আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
সিলেটে আহমদ হত্যাচেষ্টা মামলার এক আসামি গ্রেফতার সিলেটে আহমদ হত্যাচেষ্টা মামলার এক আসামি গ্রেফতার। ছবি: বাংলানিউজ

ঢাকা:  সিলেটে আহমদ হোসেন হত্যাচেষ্টা মামলায় আব্দুল হাসিব জয়নাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে আরও চার আসামি। 

বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জের ভাটাটিকর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, মামলার অন্য আসামি জামায়াত নেতা আব্দুল লতিফ, আব্দুল বাসিত, সাবেক শিবির ক্যাডার আব্দুল মুনিম ও আহবাব হোসেন এখনও পলাতক।

মামলার প্রধান আসামি আব্দুল লতিফের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে।  

জকিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম সরকার বাংলানিউজকে জানান, চাঞ্চল্যকার আহমদ হত্যাচেষ্টা মামলার আসামিরা চারমাস ধরে পলাতক ছিলো। গ্রেফতার হওয়া জয়নাল ছাড়াও অন্য চার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।  

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান ও সহকারী পুলিশ সুপার মোস্তাক আহমদ এ মামলার আসামিদের ধরতে পুলিশকে কড়া নির্দেশ দেন।   

গত ২০ জানুয়ারি জকিগঞ্জের জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল জলিলের ছেলে আহমদ হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় আসামিরা।

** সিলেটে প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম
** হোসেন হত্যা চেষ্টার আসামিরা এখনও পলাতক

বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসএ/আরআইএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।