ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ১১ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
দিনাজপুরে ১১ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক যুবকরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৬ মে) থেকে বুধবার (১৭ মে) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে দিনাজপুর পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম মোটরসাইকেল চুরি ও ছিনতাই রোধে জেলার বিভিন্ন ইউনিটের দক্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ জামানকে প্রধান করে একটি বিশেষ টিম গঠন করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে স্বীকার করেছে আটকরা।

টিমের সদস্য কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলা ও এর আশপাশের এলাকাগুলো থেকে মোটরসাইকেল চুরি করতো। মোটরসাইকেল চুরি ও ছিনতাই কার্যক্রম পরিচালনায় একটি সিন্ডিকেট কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।