ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পবায় সার বোঝাই ট্রাক উল্টে পুকুরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
পবায় সার বোঝাই ট্রাক উল্টে পুকুরে পবায় সার বোঝাই ট্রাক উল্টে পুকুরে

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার দারুশা সড়কে সার বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বুধবার (১৭ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, দুপুরে দারুশা সড়কের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও ঘটনার পর পুকুরের পানিতে ট্রাকের সার পড়ে যায়। এর প্রভাবে পুকুরের মাছ মরে ভেসে ওঠে।

স্থানীয় হুজড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন পুলিশকে জানিয়েছেন, ওই পুকুরটি যৌথ মালিকানায়। মাছ মরলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।  

বর্তমানে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন। উদ্ধারের পর ট্রাকটি থানায় নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি পরিমল কুমার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।