ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট: লালমনিহাটের বুড়িমারী চ্যাংড়াবান্দা সীমান্তে শফিকুল ইসলাম (৩৪) নামে বাংলাদেশি এক রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী চ্যাংড়াবান্দা সীমান্তের ৮৪২/৪ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাংলাদেশি শফিকুল ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মংলীবাড়ী এলাকার বাসিন্দা।

তার বাবার নাম হাসান আলী।

সূত্রগুলো জানান, শফিকুল গরু নিয়ে ফেরার পথে ভারতের অভ্যন্তরে ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্দা ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।