ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রিন রোডে জলাবদ্ধতায় রাস্তা ধস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
গ্রিন রোডে জলাবদ্ধতায় রাস্তা ধস গ্রিন রোডে জলাবদ্ধতায় রাস্তা ধস-ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গ্রিন রোডে বৃষ্টির পানি জমে যাওয়ায় সড়কের একাংশ ধসে গেছে।

সোমবার (১৫ মে) সকাল ৮টা ২০ মিনিটে ওই সড়কের ১২৩ জাহানার গার্ডেনের সামনের অংশ ধসে যায় বলে জানিয়েছে ফায়ার কন্ট্রোল রুম। সকালে বৃষ্টির কারণে ড্রেনের পানি উপচে পড়লে রাস্তাটির ওই অংশ দেবে যায়, এবং গ্যাস পাইপ লিক হয় বলে জানান কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. আতাউর রহমান।

গ্রিন রোডে জলাবদ্ধতায় রাস্তা ধস-ছবি: বাংলানিউজখবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি।  

আতাউর রহমান বলেন, পরে তিতাস গ্যাসের কর্মীরা পৌঁছালে ফায়ার-কর্মীরা ঘটনাস্থল ছেড়ে যান।  

এদিকে ঘটনার পর থেকে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।