ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্মঘাতী বোমা বিস্ফোরণেই গোদাগাড়ীর ৫ জঙ্গির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
আত্মঘাতী বোমা বিস্ফোরণেই গোদাগাড়ীর ৫ জঙ্গির মৃত্যু

রাজশাহী: গোদাগাড়ীর বেনীপুর মাছমারা গ্রামের জঙ্গি আস্তানায় নিহত ৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান এনামুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এনামুল হক জানান, নিহত ৫ জনই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।

 

এরা হলেন, সাজ্জাদ হোসেন (৫০), তার স্ত্রী বেলী বেগম (৪৫), ছেলে আল আমিন (১৮), মেয়ে কারিমা খাতুন (২৪) এবং আশরাফুল (২৪)। আশরাফুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দেবিপুর গ্রামে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি জানান, পরিবার মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এজন্য মরদেহগুলো কোয়ান্টামে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলারও প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

অপারেশন ‘সান ডেভিল’ সমাপ্ত, ১১ বোমা-পিস্তল উদ্ধার
বেনীপুর জঙ্গি আস্তানা থেকে ১১ বোমা ও পিস্তল উদ্ধার
অপারেশন ‘সান ডেভিলে’ এখন বোমা নিষ্ক্রিয়কারী দল
বেনীপুরে থমথমে পরিবেশ, ধানক্ষেতে জঙ্গিদের মরদেহ


বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১২, ২০১৭ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।