ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনীপুরে থমথমে পরিবেশ, ধানক্ষেতে জঙ্গিদের মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, মে ১২, ২০১৭
বেনীপুরে থমথমে পরিবেশ, ধানক্ষেতে জঙ্গিদের মরদেহ বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে, ছবি: বাংলানিউজ

গোদাগাড়ীর বেনীপুর (রাজশাহী) মাছমারা থেকে: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে।

শুক্রবার (১২ মে) সকাল পৌনে ৯টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল আস্তানায় প্রবেশ করে। কোনো বিস্ফোরক আছে কিনা তারা তা খুঁজে দেখছে।

তাদের কাজ শেষ হলেই ধানক্ষেতে পড়ে থাকা পাঁচ জঙ্গির মরদেহ সেখান থেকে সরানো হবে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও বিস্তারিত পড়তে:
অপারেশন ‘সান ডেভিলে’ এখন বোমা নিষ্ক্রিয়কারী দল

বৃহস্পতিবার (১১ মে) সকালে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের সময় তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। ঘটনাস্থলের চারপাশে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। নিষেধাজ্ঞা থাকা এলাকায় উড়ছে লাল পতাকা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে পুলিশ সদস্যদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর পরপরই অভিযানেরও প্রস্তুতি নেওয়া হয়। এ সময় সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।