ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘সিঙ্গাপুরের মতোই বাংলাদেশ নিরাপদ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
‘সিঙ্গাপুরের মতোই বাংলাদেশ নিরাপদ’ ‘সিঙ্গাপুরের মতোই বাংলাদেশ নিরাপদ’

বঙ্গবন্ধু সেতু রিসোর্ট থেকে: ‘তোমাদের দেশে নিরাপত্তা ঝুঁকি নেই। আমাদের সিঙ্গাপুরের মতোই বাংলাদেশ নিরাপদ’ বলছিলেন এক বিদেশি নাগরিক।

সিরাজগঞ্জে বিদ্যুৎ প্লান্টের নির্মাণ কাজের দেখভাল করতে এখানে এসেছেন সিঙ্গাপুরের এ নাগরিক।

পেশায় এ প্রকৌশলী সপ্তাহ তিনেক ধরে অবস্থান করছেন বঙ্গবন্ধু সেতু রিসোর্টে।

বিদেশি নাগকিরদের জন্য নিরাপত্তার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বাংলানিউজকে বললেন এমন কথা।

চাকরির কারণে নিজের নাম না লিখতে অনুরোধ করলেও টাঙ্গাইলের আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু সেতু রিসোর্টের অবকাশ যাপন কেন্দ্রের রেস্টুরেন্টে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বসে অনেক কথাই বলেন তিনি।

দুপুরের খাবার খেতে চায়নার আরেক নাগরিককে সঙ্গে নিয়ে আসেন রেস্টুরেন্টে।

ঝটপট খেয়ে ক্যাশ কাউন্টারে বিল দেওয়ার ফাঁকে বলেন, তোমাদের দেশটা ছবির মতোই সুন্দর। আর মানুষগুলো অনেক ফ্রেন্ডলি। তাদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। ’

দেশে অবস্থান করতে গিয়ে ন্যূনতম নিরাপত্তা ঝুঁকি রয়েছে কীনা জানতে চাইলে সহাস্যে উত্তর দিলেন, এ দেশ নিরাপদ বলেই তো এখানে থাকছি। আমাদের কোনো রকম সমস্যা নেই।

এ দেশকে সিঙ্গাপুরের মতোই নিরাপদ মনে করি। এখানকার মানুষগুলো খুব সহজেই মানুষকে আপন করে নেয়। ’  

ঢাকার গুলশানে হলিআর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বিদেশি নাগরিকদের মাঝে শঙ্কা ভর করে। কিন্তু সরকার থেকে বিভিন্ন স্তরে নিরাপত্তা বাড়ানোর পর এ বিদেশি নাগরিকরা স্বস্তি প্রকাশ করেন।

বঙ্গবন্ধু সেতু রিসোর্টে আলাপের সময়েই চায়না নাগরিক বললেন, এ দেশে নিরাপত্তা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। বাংলাদেশে শান্ত ও সুন্দর পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। ’

এ রেস্টুরেন্টের সুপারভাইজার হাফিজুর রহমান হাফিজ জানান, সিরাজগঞ্জের পাওয়ার প্ল্যান্টে অনেক বিদেশি প্রকৌশলী হিসেবে কাজ করছেন। তারা মাসের পর মাস এ রিসোর্টে থাকেন।

খাওয়া-দাওয়াও এখানে করেন। তারা আমাদের দেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। তাদের মাঝে কোনো উৎকন্ঠা কখনোই দেখা যায়নি। তারা এখানে কোনো নিরাপত্তাহীনতা বোধ করেন না।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।