ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্ণিল আলোর খেলায় সপ্তকের বর্ষপূর্তি উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বর্ণিল আলোর খেলায় সপ্তকের বর্ষপূর্তি উদযাপন বর্ণিল আলোয় উদ্ভাসিত সপ্তকের লোগো। ছবি: বাদল

ঢাকা: আয়োজনের মধ্যে আকস্মিক নিভে গেল সব আলো, ভর করলো নিস্তব্ধতাও। এরপর আচমকাই শুরু আলো-আঁধারির খেলা। আঁধার ভেদ করে উজ্জ্বল রঙিন আলোকচ্ছটা। সঙ্গে সঙ্গে সংগীতের তাল। স্ক্রিনে একের পর এক ভেসে উঠছে দেশের জাতীয় সব স্থাপনা। এ যেন এক খণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি।

শনিবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ অডিটরিয়ামে সপ্তক গৃহায়ন লিমিটেডের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে ছিল এমন বর্ণিল আলোর খেলা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামসহ অতিথিরা।                     <div class=

ছবি: বাদল" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/shaptak-m120170430100629.jpg" style="width:100%" />এসময় সপ্তক গৃহায়নের নতুন লোগোর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী গোলাম নাসির, আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম মশিউর রহমান, পরিচালক মো. জোবেদ আলী, পরিচালক রোখসানা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ছিল জমকালো সংগীত পরিবেশনা। এ পর্বে মঞ্চ মাতান দেশবরেণ্য শিল্পী কনকচাঁপা ও সুবীর নন্দী।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad