ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাণীনগরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
রাণীনগরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে সোরমান আলী (৩৩) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের বড়খোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সোরমানের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদ উপজেলার পারকোলা গ্রামে।

আহতরা হলেন- একই গ্রামের আব্দুল কুদ্দুস ও আব্দুল হাকিম।

স্থানীয়রা জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্য বড়খোল গ্রামের একটি মাঠে ৮-১০ জন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোরমানের মৃত্যু হয়। এসময় পাশে থাকা আরও দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজর রহমান বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ সুরতহালের পর পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।