ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁয় পুলিশের কাছে দুইশ’ মাদক বিক্রেতার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
নওগাঁয় পুলিশের কাছে দুইশ’ মাদক বিক্রেতার আত্মসমর্পণ নওগাঁয় পুলিশের কাছে দুইশ’ মাদক বিক্রেতার আত্মসমর্পণ

নওগাঁ: স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার দুইশ’ জন মাদক বিক্রেতা ও মাদক সেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। 

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে পত্নীতলা থানা চত্বরে পুলিশ সুপার মোজাম্মেল হকের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা। এ সময় পুলিশ সুপার তাদের সবার হাতে ফুল তুলে দিয়ে শুভ কামনা জানান।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সামিউল হক ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এসময় বলেন, যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে সহযোগিতা করবে পুলিশ। এছাড়া তারা যাতে আর বিপথে না যেতে পারেন সেজন্য পুলিশি নজরদারি থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।