ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেছরাবাদে গাঁজা বহনের অপরাধে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
নেছরাবাদে গাঁজা বহনের অপরাধে যুবকের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের নেছরাবাদ উপজেলায় গা‍ঁজা বহনের দায়ে সোহাগ (৩২) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ এ দণ্ডাদেশ দেন। সোহাগ স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি এলাকার আউয়ালের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে স্বরূপকাঠি পৌরসভার শর্ষিনা খেয়াঘাট এলাকা থেকে এক পুড়িয়া গা‍ঁজাসহ সোহাগকে আটক করে পুলিশ। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহাগকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়ছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।