ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় নসিমন উল্টে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
তেঁতুলিয়ায় নসিমন উল্টে শ্রমিক নিহত

পঞ্চগড়: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার পাগলিডাঙ্গী এলাকায় নসিমন খাদে পড়ে হাসান আলী (১৯) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আট শ্রমিক আহত হন।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। হাসান তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গী এলাকার কসির উদ্দীনের ছেলে।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কুদরত-ই-খুদা মিলন এ বিষয়ে বাংলানিউজকে জানান, একটি নসিমনে পাথর শ্রমিকরা বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় পাথর ভাঙার কাজ করতে যাচ্ছিলেন। এ সময় পাগলিডাঙ্গী এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলী নামের এক শ্রমিককে মৃত্যু হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad