ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহনপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
মোহনপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় মনসুর রহমান নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে আম গাছের ডালে মুদি দোকানি মনসুরের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল করা হয় মনসুরের মরদেহের। পরে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। তবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন না তাকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে এই ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

ময়নাতদন্তের প্রতিবেদনে অন্যকিছু পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ওসি এসএম মাসুদ পারভেজ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএস/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।