ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ নারী ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ নারী ব্যবসায়ী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাজাডাঙ্গা গ্রামের খোকন আলীর স্ত্রী সাহেরা বেগম (৩৮) ও তমির উদ্দীনের স্ত্রী মাজেদা খাতুন (৫০)।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন সাহেরা ও মাজেদা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছিলেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।