ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মামা হোটেলকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
ময়মনসিংহে মামা হোটেলকে জরিমানা মেয়াদ উত্তীর্ণ সফট ড্রিংকস ও পানি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে ময়মনসিংহ শহরের বাইপাস মোড়ের মামা হোটেলকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল হাসান এ জরিমানা করেন।    

তিনি জানান, শহরের ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন বাইপাস মোড়ের মামা হোটেলে অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ সফট ড্রিংকস ও পানি পাওয়া যায়।

পরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।