ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ৯ দফা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ৯ দফা

ঢাকা: শিল্প নগরীতে ১৫ দিনের মধ্যে গ্যাস, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ।

শনিবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
 
মানববন্ধনে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে শিল্প নগরীতে গ্যাস, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, ২০০৩ সালে সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী শিল্প নগরীর প্লটের মালিকানা দলিল দ্রুত রেজিস্ট্রেশন, শিল্প নগরীতে সিইটিপি, ক্রোম রিকভারী ইউনিট ও ডাম্পিং ইর্য়াড, শ্রমিকদের আবাসন, কারখানা বন্ধ থাকাকালীন সময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের পক্ষ থেকে বরাদ্দ, কারখানা বন্ধ হওয়ায় যেসব রপ্তানি আদেশ বাতিল হবে এবং ক্রেতাগণ ক্ষতিপূরণ দাবি করবেন তা সরকারকে পরিশোধ করা, বিসিক এর অব্যবস্থাপনায় বিচার বিভাগীয় তদন্ত, শিল্প উদ্যোক্তাদের বিদ্যামান ঋণ ব্লক করতে হবে এবং সুদ মওকুপ করতে হবে এবং হাজারিবাগের জমিতে ডিজাইন-প্লান পাশে রাউজকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানানো হয়।


 
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্ল্যাহ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুড্‌স অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ মাহিনসহ ২০টি সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনের অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এমইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।