ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১ মে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
১ মে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তি সংবাদ সম্মেলন নজরুল ইনস্টিটিউটসহ নজরুল বিশেষজ্ঞরা/ছবি: রানা-বাংলানিউজ

ঢাকা: আগামী সোমবার (১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তির উদ্যোগ নিয়েছে নজরুল চর্চা কেন্দ্র- বাঁশরি ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

শনিবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মানুষকে, বিশেষ করে তরুণ সমাজের চেতনাকে জাগ্রত করতে এ আয়োজন।


 
বাঁশরির সভাপতি ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান জানান, ১ মে এ আয়োজনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, এটিএন পরিবারের চেয়ারম্যান মাহফুজুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
সংবাদ সম্মেলন নজরুল ইনস্টিটিউটসহ নজরুল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad