ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় পানিতে ডুবে এক বোনের মৃত্যু, অপরজন নিখোঁজ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
পাথরঘাটায় পানিতে ডুবে এক বোনের মৃত্যু, অপরজন নিখোঁজ 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় পানিতে ডুবে যাওয়া জমজ দুই বোনের মধ্যে লামিয়া (৬) নামে একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া ও বটতলার মধ্যবর্তী কড়ইতলা খালে জমজ দুই বোন লামিয়া ও মীম নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে লামিয়ার মরদেহ পাওয়া গেলেও মীমের খোঁজ পাওয়া যায়নি।

 

লামিয়া ও মীম একই ইউনিয়নের কড়ইতলার মুচিঘাটা এলাকার মো. সেন্টু আকনের মেয়ে।  

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশানের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের খালে পড়ে যায় লামিয়া ও মীম। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় লামিয়াকে উদ্ধার করে। এরপর শনিবার সকাল থেকে বরিশাল ও পাথরঘাটা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কাকচিড়া নৌ পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও মীমকে খুঁজে না পেয়ে বেলা ১১টায় অভিযান শেষ করে।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।