ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি দমনে ফেনীতে ব্লক রেড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জঙ্গি দমনে ফেনীতে ব্লক রেড ফেনীর বিভিন্ন এলাকায় চলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লক রেড/ছবি: বাংলানিউজ

ফেনী: জঙ্গি দমনে ফেনীর বিভিন্ন এলাকায় চলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লক রেড। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়।

প্রথমে অভিযান পরিচালনা করা হয় জামায়ত অধ্যুষিত পাঠানবাড়ী এলাকায়। এরপর রামপুর এবং সবশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাস্টারপাড়া এলাকায় অভিযান চলছে।



এসময় পুলিশের পক্ষ থেকে বাড়ির মালিকদের আগামী তিনদিনের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য দিতে বলা হয়েছে।

অভিযান পরিচালনাকালে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম জানান, পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।

এলাকার জনগণকে সচেতন করা হচ্ছে। মিরসরাই ও সীতাকুণ্ডে অভিযানের পর ধারণা করা হচ্ছে জঙ্গিরা ফেনীতেও অবস্থান করতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।