ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে জুস পানে মা-শিশুসহ ৫ জন অসুস্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
গাজীপুরে জুস পানে মা-শিশুসহ ৫ জন অসুস্থ অসুস্থ শিশুদের সঙ্গে বাবা

ঢাকা: গাজীপুর টঙ্গী বড়বাড়ি এলাকায় বোতলের জুস পানে একই পরিবারের মা-শিশুসহ ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩ শিশুকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।  

অসুস্থরা হলেন- মা মমতা বেগম (৩৬), দুই ছেলে মমিনুল (১২) মাজিদুল (১০), দুই মেয়ে মর্জিনা (১৮) ও রোজিনা (৭)।

এদের মধ্যে মমিনুল, মাজিদুল ও রোজিনাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জন্মান্ধ বাবা মোফাজ্জল হোসেন জানান, তারা গাজীপুর টঙ্গী বড়বাড়ি নামক স্থানে ভাড়া থাকেন। তিনি ভিক্ষা করেন, স্ত্রী গার্মেন্টে চাকরি করে।

বেলা ১১টার দিকে তাদের এক পরিচিতজন ১ লিটারের ১টি বোতল জুস এনে শিশুদের দেয়। ওই জুস খেয়ে পরিবারের ৫ জনই অসুস্থ হয়ে পড়েন।  

পরে স্ত্রী মমতা বেগম ও মেয়ে মর্জিনাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আর মমিনুল, মাজিদুল, রোজিনাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নূনযিরুল মোহসিন মিম জানান, ৩টি শিশু অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। দু’টি কারণে ‍তারা অসুস্থ হতে পারে- ফুড পয়জনিং অথবা জুসের সঙ্গে কিছু মেশানো হতে পারে।  

৭২ ঘণ্টা পর তাদের অবস্থা সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।