ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে আহত ২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে দু’জন আহত হয়েছেন। এতে অল্পের জন্য রক্ষা পান নারী-শিশুসহ সাতজন যাত্রী।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রাজিব মজুমদার বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা-সুরেশ্বর-ওয়াপদা রুটের ‘মর্নিং সান-১’ নামের একটি লঞ্চ ঘাটের পশ্চিম দিকে বাঁধা যাত্রীবোঝাই বাসেদ মিয়ার ট্রলারকে ধাক্কা দেয়।

এতে ট্রলারটি উল্টে দু’জন আহত হন। তবে ট্রলারে থাকা নারী-শিশুসহ সাত-আটজন যাত্রী কোনোরকমে বেঁচে যান।  

লঞ্চঘাটের ইজারাদার দীল মোহাম্মদ কোম্পানি বাংলানিউজকে জানান, লঞ্চটি আমাদের ঘাটে নিয়মিত আসা-যাওয়া করে। লঞ্চের ইঞ্জিনে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। লঞ্চ কর্তৃপক্ষ ট্রলার মালিককে ক্ষতিপূরণ দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।