ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলস্টেশনের পাশে ট্রেনের নিচে কাটা পড়ে শিপরা রানী সরকার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত শিপরা রানী নেত্রকোনার কালিয়াঝুড়ি থানার আসাদপুর এলাকার সুবাস দাসের স্ত্রী।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, কালিয়াকৈরে রতনপুর ছাপড়া মসজিদ এলাকায় স্বামীর সঙ্গে একটি বাড়িতে বাসা ভাড়া থাকতো শিপরা রানী। বিকেলে রতনপুর রেলস্টেশন এলাকায় ঢাকা রাজশাহী রেললাইনের পাশ হাঁটছিল। এসময় একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের  জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad